ঢাকায় পূর্ব সোনাতলাবাসীর ‘গেট টুগেদার ২০২৫’: ঐক্য, সহমর্মিতা ও কল্যাণের প্রতিশ্রুতি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকায় অবস্থানরত পূর্ব সোনাতলাবাসীর উদ্যোগে আয়োজিত “গেট টুগেদার ২০২৫”। পূর্ব সোনাতলার পাকুল্যা, মধুপুর এবং তেকানী চুকাইনগর ইউনিয়নেরমানুষদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও এলাকার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এ অরাজনৈতিক সংগঠনটির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. এনামুল হক, এজিএম, মেগা ফিড। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কৃষিবিদ রাজ্জাকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের পিও তৌহিদুল ইসলাম এবং ইএসডিওর হেড অফ প্রোগ্রাম মনিরুজ্জামান সোহেলসহ অনেকেই।

অনুষ্ঠানে কৃষিবিদ এনামুল হক সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “এটি একটি অরাজনৈতিক সংগঠন। এর মাধ্যমে ঢাকায় অবস্থানরত সোনাতলার মানুষরা একে অন্যের পাশে দাঁড়াবে, বিপদে-আপদে সহযোগিতা করবে এবং সামগ্রিক কল্যাণে ভূমিকা রাখবে এমনটাই আশা সকলের।”

প্রায় ৪০০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন। মতবিনিময় ও আলোচনা সভা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটির মাধ্যমে এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির আবহ তৈরি করে।

এই আয়োজন পূর্ব সোনাতলার মানুষের মধ্যে ঐক্য ও আন্তরিকতার প্রতীক যা ভবিষ্যতে বৃহৎ কল্যাণমূলক কার্যক্রমের ভিত্তি রচনা করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।