বাকৃবিতে পশুপালন অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও তদানীন্তন ভাইস-চ্যান্সেলরের প্রতিকৃতির ম্যুরাল উন্মোচন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

দীন মোহাম্মদ দীনু।। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ডিন অফিস প্রাঙ্গণে ২১ মে ২০২৫, বুধবার দুপুর ২.০০টায় উক্ত অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও সাবেক ভাইস-চ্যান্সেলর কাজি মো: ফজলুর রহিম-এর প্রতিকৃতির ম্যুরাল উন্মোচন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমীন।

অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম এবং অনুষদের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এসময় প্রাক্তন ভাইস-চ্যান্সেলর এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।