রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৭৫তম নিয়মিত সভা ও ২০২৪-২৫ রোটা বর্ষ সমাপনী অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর ৭৫তম নিয়মিত সভা ও ২০২৪-২৫ রোটারি বর্ষের সমাপনী অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় রাজশাহীর সিমান্তে অবকাশ (জেলখানার দক্ষিণ-পূর্বে) মিলনায়তনে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। রোটারি ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুসারে আয়োজিত এই অনুষ্ঠান বিকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়।

অনুষ্ঠানের শুরুতে ৭:০০ থেকে ৭:২০ টার মধ্যে অতিথি রোটারিয়ান ও গেস্টদের স্বাগত জানানো, নিবন্ধন সম্পন্ন এবং ফেলোশিপ ও নামাজের ব্যবস্থা করা হয়। এরপর শুভ সূচনা পর্বে রোটারিয়ান শিউলি হাসান, সভাপতি, কল টু অর্ডার দেন। রোটারিয়ান মো. মোস্তফিজুর রহমান রিলিজ কোরআন তেলাওয়াত করেন এবং রোটারিয়ান ইঞ্জি. শরিফুল হক (ডিরেক্টর) এর পরিচালনায় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। রোটারি ইনভোকেশন প্রদান করেন রোটারিয়ান মো. মিজানুর রহমান (প্রেসিডেন্ট-ইলেক্ট)। অনুষ্ঠানের চেয়ার রোটারিয়ান ড. মো. গোলাম মওলা চেয়ারের বক্তব্য রাখেন। ক্লাব আইপিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ অতিথিদের পরিচিতি ও উদ্দেশ্য পরিসংখ্যান উপস্থাপন করেন।

২০২৪-২৫ রোটারি বর্ষ পর্যালোচনা পর্বে রোটারিয়ান মো. আতিকুর রহমান (সেক্রেটারি) একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং সদস্যদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এরপর রোটারি গাইডলাইন মোতাবেক স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। চার্টার্ড প্রেসিডেন্ট মেম্বারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন রোটারিয়ান মো. রফিকুল ইসলাম। সেরা নবাগত রোটারিয়ান হিসেবে পুরস্কৃত হন রোটারিয়ান মো. আলী আশরাফ রোকন। সেরা সামাজিক ব্যক্তিত্বের পুরস্কার অর্জন করেন রোটারিয়ান মো. মোস্তাফিজুর রহমান। সেরা কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেন রোটারিয়ান ডা. তাহসিনা শামীম তাসু এবং বেস্ট ক্লাব সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন রোটারিয়ান মো. আতিকুর রহমান। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশে ও সারা বিশ্বে প্রথমবারের মতো একসাথে ৫টি অ্যাভিনিউতে একই বছরে অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রালের আইপিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এই বিরল সম্মান লাভ করেন।

২০২৫-২৬ রোটারি বর্ষের পরিকল্পনা পর্বে রোটারিয়ান মো. মিজানুর রহমান (প্রেসিডেন্ট-ইলেক্ট) রোটারি ইন্টারন্যাশনালের থিম "Unite for Good" এর আলোকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ প্রকল্পে ফোকাস করে ক্লাবের লক্ষ্য ও কৌশল তুলে ধরেন।

বিশেষ অধিবেশন "আন্তর্জাতিক ফেলোশিপ" পর্বে গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলাম, রোটারিয়ান সৈয়দ ইরফান শের (প্রেসিডেন্ট, আরসি কলকাতা নব দিগন্ত, RID 3291), রোটারিয়ান মো. ওয়াসিকুর রহমান (আরসি দোমকল মুরশিদাবাদ, RID 3291) এবং পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মান্নান (রোটারি ক্লাব অব পাদ্মা রাজশাহী ও রিপসা, কো-অর্ডিনেটর, ডি-৬৪ বাংলাদেশ)। এতে শুভেচ্ছা উপহার বিনিময় করা হয় এবং অতিথি ও সদস্যদের মধ্যে মতামত বিনিময় হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুর রব জোয়াদ্দার (রোটারি ক্লাব অব পাদ্মা রাজশাহী), রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু, আবুল বাশার, রোটারিয়ান মোহনা প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেকেন্ড ফার্স্ট লেডী মাহবুবা হাসনিন, কামিং ফার্স্ট লেডী নাজিয়া ইসলাম, স্পাউজ রোটারিয়ান প্রফেসর শাহ আলম, ড. নিলুফা আহসান, স্পাউজ রোটারিয়ান শরিফুল হক, জিনাত রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ ও আরসিসি'র সভাপতি ও সদস্যবৃন্দ।

সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার। অনুষ্ঠানের চেয়ার রোটারিয়ান ড. মো. গোলাম মওলা সমাপনী বক্তব্য রাখেন। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। সবশেষে ডিনার ও নেটওয়ার্কিং এর মাধ্যমে এই সফল ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।