রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৭৬তম নিয়মিত সভা ও ২০২৫-২৬ কলার হ্যান্ড ওভার অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: ৪ জুলাই বিকাল ৫টায় ঝাউতলা মোড়স্থ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের অফিসে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর ৭৬তম নিয়মিত সভা ও ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য কলার হ্যান্ড ওভার অনুষ্ঠান সাড়ম্বরে সম্পন্ন হয়েছে।

ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসানের সভাপতিত্বে সভার সূচনা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান মো: রাজিউর রহমান মান, এরপর রোটারি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোটারি পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের পর রোটারিয়ান মো: আতিকুল ইসলাম রোটারি ইনভোকেশন পাঠ করেন।

ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসান ২০২৪-২৫ রোটারি বর্ষের সাফল্য ও অভিজ্ঞতার সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করেন। তিনি ক্লাবের বিভিন্ন মানবিক ও সমাজ উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও অর্জন তুলে ধরেন। কলার হ্যান্ড ওভার অনুষ্ঠানের কেন্দ্রীয় পর্যায়ে কলার হ্যান্ড ওভার অনুষ্ঠিত হয়।

রোটারিয়ান শিউলি হাসান আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ রোটারি বর্ষের দায়িত্ব গ্রহণকারী নতুন সভাপতি রোটারিয়ান মো: মিজানুর রহমানেরকে কলার হস্তান্তর করেন। এরপর নতুন সভাপতি তার অভিষেক বক্তব্যে আগামী বছরের পরিকল্পনা, লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি বিস্তারিত উপস্থাপন করেন। এছাড়া ২০২৫-২৬ রোটারি বর্ষের বোর্ড সদস্যদের পরিচিতি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রাজশাহী সাইনিং-এর চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান যুলফিকার ওয়ালিয়ল্লাহ রুমি, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী-এর সম্পাদক প্রফেসর ড. মো: আতিকুল ইসলাম, রাজশাহী ক্যাবের সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও সুজনের সম্পাদক মো: মাসুদুল আলম মাসুদ। মতামত ও সমাপনী সভায় সদস্যদের পক্ষ থেকে মতামত প্রদান করেন রোটারিয়ান প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার, ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ, মো: শরিফুল হক, হাসিবুল হাসান নান্নু ও ফাস্ট লেডি নাজিয়া ইসলাম।

সভাপতি রোটারিয়ান মো: মিজানুর রহমান সমাপনী বক্তব্যে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসানকে ধন্যবাদ ও বিদায় সংবর্ধনা জানান। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন রোটারি বর্ষের সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।