ঈশ্বরীপুর এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে ছাত্র ও অভিভাবকদের মতবিনিময়

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শনিবার ২৬ জুলাই, ২০২৫ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ঈশ্বরীপুর এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ শাহীন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হায়ী দাতা সদস্য এস এম হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আলী তরফদার, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোখলেসুর রহমান, প্রাঃ প্রধান শিক্ষক জি এম আবুল কাশেম, প্রাঃ সিনিয়র শিক্ষক অসীম রঞ্জন সাহা, ম্যানেজিং কমিটির প্রাঃ সদস্য এস এম লিয়াকত আলী ও এস এম ইব্রাহিম খলিল।

২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফল বিপর্ষয়ের কারণ ও ভাল ফলাফল অর্জন করার বিষয়ে ড. ফেরদৌস বলেন, ছাত্র-শিক্ষক -অভিভাবক এর সম্মিলিত প্রচেষ্টার ফলে একজন ছাত্রের সফলতা আসে। এজন্য শিক্ষকের দায়িত্ব হলো সঠিক পাঠদান, ছাত্রের দায়িত্ব হলো নিয়মিত পাঠে মনোনিবেশ করা ও অভিভাবকেরা কাজ হলো সন্তানকে পর্যবেক্ষণে রাখা। তাহলে একজন ছাত্র সফল হতে পারে। ছাত্রের সফলতাই হছে বিদ্যালয়ের সফলতা।

কৃষিবিদ ফেরদৌস বলেন, একজন ছাত্র একদিনে বিদ্যালয়ে অবস্থান করে সর্বোচ্চ ৬ ঘটা, অন্যদিকে সেই ছাত্র তার গৃহে অবস্থান করে ১৮ ঘন্টা। তাহলে ছাত্রটি লেখাপড়ায় মনোযোগী কিনা তা সতর্ক পর্যবেক্ষণের দায়িত্ব হচ্ছে অভিভাবকের।

বিশেষ অতিথির বক্তব্যে সকলেই বলেন, বিদ্যালয়ে নিয়মিত হাজিরা ও শ্রেণি শিক্ষকের পাঠদান অনুসরণ করলে যে কোন ছাত্রের সফলতা হবেই। অভিভাবকদের পক্ষ হতে কোচিং ব্যবস্থা কমিয়ে বিদ্যালয়ের পাঠদানে শিক্ষকদের আরও সময় দেয়ার জন্য অনুরোধ করেন।

প্রাঃ ছাত্রদের মধ্যে শিক্ষক জাহাঙ্গীর কবীর ও আলমগীর, ব্যাংকার মোহাদ্দেস, ব্যবসায়ী মোসলেম উদ্দীন আলোচনায় অংশ গ্রহণ করে ছাত্রদের লেখাপড়ায় মনোনিবেশের জন্য আহবান জানান।

জিপিএ ৫ প্রাপ্ত সাব্বির হোসেন, ছন্দা সেন ও অনন্যা কর্মকার তাদের সফলতার কৌশল সভায় বর্ণনা করে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। শিক্ষকদের পক্ষে সহ. প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ, মোখলেসুর রহমান, নজরুল ইসলাম, বিশ্বজিত, অফিস সহকারী স্বপন সাহা প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে শাহীন উদ্দীন বলেন, বর্তমান অ্যাডহক কমিটির সাথে আলোচনা করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা৷ হয়েছে, তবে সেক্ষেত্রে ছাত্র ও অভিভাবকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০২৫ সালে ঐতিহয়বাহী ঈশ্বরীপুর এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়ের কারণ ও পরবর্তী কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম।