এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের সাথে গত বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। পরে এম. নাসির রহমান তাঁর পিতা মাতার নামে পুনর্বহাল করা এম. সাইফুর রহমান হল ও দুররে সামাদ রহমান হল পরিদর্শন করেন। এ সময় তিনি শহীদ জিয়া হলসহ নতুন নামকরণ কৃত হলগুলো ঘুরে দেখেন।
এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. মো. জসিম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণশিক্ষার্থীদেরর দাবির প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন ও ৩টি হলের নাম পুনর্বহাল করা হয়েছে। ভেটেরিনারি কলেজ সময়ের নামকরণকৃত এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করেছিল।
বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুরের সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে। উল্লেখ্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মহরম এমস সাইফুর রহমানের সুযোগ্য সহধর্মিনী দূররে সামাদ রহমান ।
এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (র.) হল, জেনারেল এম এ জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে। সিদ্ধান্তগুলো সিন্ডিকেট অনুমোদন দিয়েছে।