সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে swisscontact এর দ্বিপাক্ষিক প্রাক-আলোচনা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: পরিবেশগত সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবক তৈরিসহ সংশ্লিষ্ট দীপাক্ষিক প্রাক-আলোচনা শনিবার বিকেল ২ ঘটিকায় প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত দ্বিপাক্ষিক আলোচনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর সাথে swisscontact এর SMILE Project এর টিম লিডার মোঃ মকবুল হোসেন, ম্যানেজার আনিকা নুর, আব্দুল কাদের অংশ নেন। এ সময় কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার, প্রফেসর ড. মোঃ ওমর শরীফ।