বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে কৃষি সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (কেবি)।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেবি'র পক্ষে উপস্থিত ছিলেন পাকিস্তানি সাংবাদিক ও ডেভকম ম্যানেজার (এশিয়া) আজমত আব্বাস, কেবি বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. সালেহ আহমেদ এবং প্রকল্প সমন্বয়কারী ড. দিলরুবা শারমিন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও সহযোগী ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।
বাকৃবিসাসের পক্ষ থেকে সভাপতি হাবিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, সিনিয়র সদস্য মো. তানিউল করিম জিম আলোচনায় অংশ নেন।
বৈঠকে বাংলাদেশে কৃষি সাংবাদিকতার চ্যালেঞ্জ, উন্নয়নের সম্ভাবনা, এবং বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি পরিস্থিতির তুলনামূলক দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে যৌথ সাংবাদিকতা ফোরাম গঠনের আগ্রহ প্রকাশ করে, যাতে জ্ঞান ও তথ্য বিনিময় এবং কৃষি উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা আরও শক্তিশালী করা যায়।