সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষা সমারম্ভ অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সম্প্রতি দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় “চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)” এর মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিভাসুর কেন্দ্রীয় অডিটরিয়ামে হওয়া এই অনুষ্ঠানে নবাগত ত্রয়োদশ (১৩) ব্যাচের শিক্ষার্থী, অভিভাবক, অত্র অনুষদের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) জনাব এ কে এম তাজকির-উজ-জামান, চট্টগ্রামের জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব শ্রীভাস চন্দ্র চন্দ, কাস ট্রেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. খায়রুল কবির চঞ্চল। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডীন ড. শীরিন আখতার।

অনুষ্ঠানসূচীতে ছিলো নবাগত শিক্ষার্থীদের গাছ সহ টব দিয়ে বরণ,অনুষদের শিক্ষাক্রম ও নিয়মনীতি নিয়ে দিকনির্দেশনা, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, ক্লাস রুটিন ও সিলেবাস বিতরণ এবং নবীন শিক্ষার্থী ও অনুষদের চলমান বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য।

উল্লেখ্য যে, সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদেই একমাত্র সব শিক্ষার্থীর বিদেশে মাসব্যাপী এক্সটার্নশীপের ব্যবস্থা আছে। এখানে আছে দেশের সবথেকে বড় মাছের জাদুঘর, কাপ্তাই লেকে নিজস্ব গবেষণা তরী, হাটহাজারীতে অবস্থিত ফার্ম-বেইসড ক্যাম্পাস এবং কক্সবাজারে অবস্থিত বিশেষায়িত গবেষণা কেন্দ্র। এছাড়াও দেশ ও বিদেশে মাছ ও অন্যান্য জলজপ্রাণির উপর গবেষণায় সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদ অর্জন করেছে গুরুত্বপূর্ণ মাইলফলক। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে চারবছরব্যাপী মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের যাত্রা শুরু হয় নবাগত শিক্ষার্থীদের। সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদের অনন্য কার্যক্রম, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পথচলায় যোগ হলো একঝাঁক তরুণের পথচলা।