এগ্রিলাইফ ডেস্ক: প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন জাতীয়তাবাদী ডিপ্লোমা-পেশাজীবি পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে ১৫ আগষ্ট বিকাল ৪.০০ ঘটিকায় বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন-এর প্রধান কার্যালয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন, প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন নন ক্যাডার এসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ড্রেসার কল্যাণ সমিতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ড্রাইভার কল্যাণ সমিতি এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ আফসার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের মহাসচিব- মোঃ শফিকুর রহমান। প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন নন-ক্যাডার এসোসিয়েশনের সহ সভাপতি- রনজিৎ কুমার পাল, মহাসচিব- আব্দুর রাজ্জাক সরদার। এছাড়াও বিডিএলএ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, বিডিএলএসএফ এর নেতৃবৃন্দ, ড্রেসার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও ড্রাইভার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএলএ এর সভাপতি-এস এম সফিউল হোসেন আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিএলএ এর সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ মিজানুর রহমান। উক্ত আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।