৫০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিলো বাকৃবি ছাত্রশিবির

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি:ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) বিভিন্ন বর্ষের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থান:২৪ এর 'দ্রোহ গাথা' শীর্ষক স্মারক গ্রন্থ উপহার দেওয়া হয়। 

শনিবার (১৬ জুলাই ) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি সম্মেলন কক্ষে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, বাকৃবি শাখা শিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা, সেক্রেটারি আব্দুল আল মঈন । এছাড়াও বাকৃবি শাখা ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মী ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "শিক্ষাবৃত্তি প্রদান, ইফতার মাহফিলসহ আমাদের যে সকল কর্মকান্ড আছে তা আমরা নতুন করে করছি না। বিগত ১৭ বছরেও আমরা এ সকল কর্মকান্ড করে এসেছি। কিন্তু স্বৈরাচারের আমলে সবথেকে বেশি জুলুমের শিকার হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তাই আমরা আমাদের অনুষ্ঠানগুলো সল্প পরিসরে করার চেষ্টা করতাম। শুধুমাত্র শিবির করার অপরাধে এবং শিবির সন্দেহে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর নির্মম অত্যাচার-নির্যাতন করা হতো।