“আন্তর্জাতিক প্রশিক্ষণে মালয়েশিয়ার পথে সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা”

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্য বিজ্ঞান অনুষদের ৯ম ব্যাচের ৩৯ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ কার্যক্রমের অংশ হিসেবে মালয়েশিয়ার তেরেনগানু বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। তারা সেখানে ২০ আগস্ট হতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এক্সটার্নশিপ কার্যক্রম সম্পাদন করবে। এবার শিক্ষার্থীদের সাথে গাইড হিসাবে থাকছেন প্রফেসর ড. ইশরাত জাহান আঁকা।

যাত্রার প্রাক্কালে ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মহিউদ্দিন জাহাঙ্গীর এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

উল্লেখ্য যে, সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদ বাংলাদেশে ১ম মাৎস্যশিক্ষায় তিন মাসব্যাপী ইন্টার্নশীপ কার্যক্রম শুরু করে, যার মধ্যে দেশে ২ মাস এবং বিদেশে ১ মাস শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করার সুযোগ পেয়ে থাকে।