বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শেকৃবি উপাচার্যের ফুলেল শ্রদ্ধা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ-এর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজ পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় শেকৃবি’র ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন, পরিচালক ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র অধ্যাপক ড. নাহিদ জেবা, সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক খোন্দকার আসাদুজ্জামান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, সাদা দলের সেক্রেটারী অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু, টিএসসি পরিচালক অধ্যাপক মোঃ আখতার হোসেন, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।