সিকৃবি ক্যাম্পাসে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা: ভিসির উদ্যোগে নতুন দিগন্ত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিকায়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বহুমাত্রিক কর্মসূচি। ৩১ আগস্ট (রবিবার) এসকল কর্মসূচির উদ্বোধন করেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যাতে সবসময় নজরদারি চালানো সম্ভব হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে কর্মরত নিরাপত্তা প্রহরীদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় ওয়াকিটকির সুবিধা চালু করা হয়েছে। ক্যাম্পাসের সড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা হিসেবে স্থাপন করা হচ্ছে আধুনিক বৈদ্যুতিক বাতি। এ ছাড়া ধাপে ধাপে সেন্ট্রালাইজড নিরাপত্তা ব্যবস্থা—সেন্সর, উন্নত সিসিটিভি ও বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল প্রযুক্তি চালুর প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়নের লক্ষে কাজ শুরু করেছি। শুধু প্রযুক্তি নির্ভর পদক্ষেপ নয়, বরং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতে বিশ্ববিদ্যালয়ে ঝুঁকি সনাক্তকরণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি এবং একটি শক্তিশালী নীতিমালা প্রণয়নের উদ্যোগও হাতে নিয়েছি। সিসি ক্যামেরা, ওয়াকিটকি, সড়ক বাতি, সেন্সর, বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোলসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ ও ঝুঁকি সনাক্তকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার আন্তরিক সহযোগিতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষা-পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

উল্লেখ্য, সিকৃবি কর্তৃপক্ষের নেওয়া এ সব পদক্ষেপ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সার্বক্ষণিক ও আধুনিক নিরাপত্তা পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল।