উপাচার্যের আশ্বাসে কেবি কলেজের শিক্ষকদের অনশন স্থগিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার আশ্বাসের পর কেবি কলেজের শিক্ষকরা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেবি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি।

তিনি জানান, উপাচার্য দ্রুত সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আশ্বাসের ভিত্তিতেই গতকাল সন্ধ্যায় আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর থেকে কলেজে বোমা হামলার হুমকি, শিক্ষকদের শারীরিক ক্ষতির আশঙ্কা, হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখার ভয় এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের নেতৃত্বে অনশন শুরু করেছিলেন শিক্ষকেরা। পরে একাত্মতা জানিয়ে এতে যোগ দেন অন্যান্য শিক্ষকবৃন্দরাও।