রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৭৮তম সাধারণ সভা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৭৮তম সাধারণ সভা ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার ২৫ সেপেটম্বর অনুষ্ঠিত হয়।

আজকের সভায় রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) ইকো ফুলতলা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। এতে রোটারিয়ান ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ কে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। আগামীকাল বিকাল ৪:১৫টায় ফুলতলা জাহাজঘাটের নিকট পূর্ণাঙ্গ আরসিসি কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এছাড়াও, সমাজের তিনজন অস্বচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করণের পরিকল্পনা এবং ক্লাবের তত্ত্বাবধানে চলমান দুটি আরসিসির কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রোটারিয়ান মোহনাকে জাতীয় পর্যায়ে আরেকটি পুরস্কার প্রাপ্তিতে ক্লাবের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ক্লাব সদস্য রোটারিয়ান মোঃ রফিকুল ইসলাম (রিপন) এর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সভায় রোটারিয়ান প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল হক (অনারারি সেক্রেটারি). রোটারিয়ান ড. তাহসিনা শামীম তাসু (কোষাধক্ষ্য ও পরিচালক, প্রশাসন). রোটারিয়ান ড. গোলাম মাওলা (পরিচালক, পাবলিক ইমেজ), রোটারিয়ান আতিকুর রহমান (সহ-সভাপতি), রোটারিয়ান মোহনা রায় (সদস্য), রোটারিয়ান আবুল বাশার (সদস্য) প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শেষে সকল উপস্থিত সদস্য ও অতিথিদের ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মিজানুর রহমান।