রাজশাহীর ফুলতলায় পরিবেশগত ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ‘আরসিসি ইকো ফুলতলা’ গঠন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

রাজশাহী, বাংলাদেশ – গত ২৬ সেপ্টেম্বর, ২০২৫ – টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ রাজশাহীর ফুলতলায় এক সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘আরসিসি ইকো ফুলতলা’ নামে একটি নতুন রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) গঠিত হয়েছে। এই উদ্যোগটি রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, রোটারি ক্লাব অব ইকো ঢাকা এবং রোটারি ক্লাব অব ঢাকা কাওরানবাজারের যৌথ প্রচেষ্টা।

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সভাপতি রোটেরিয়ান মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ফুলতলা অঞ্চলে অর্থনৈতিক ও পরিবেশগত সুযোগ (ইইও) সৃষ্টির লক্ষ্যে সমন্বিত প্রকল্প নিয়ে আলোচনার জন্য রোটারি নেতৃবৃন্দ ও সদস্যরা একত্রিত হন।

সভার মূল বিষয়বস্তু ছিল আরসিসি গঠন, যা এমন একটি দল যার সদস্য হবেন স্থানীয় রোটারি সদস্যবৃন্দ, যারা চাহিদাভিত্তিক প্রকল্প চিহ্নিতকরণ ও বাস্তবায়নের জন্য রোটারি ক্লাবগুলোর সাথে কাজ করবেন। প্রাথমিকভাবে বৃক্ষরোপণ ও অন্যান্য পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে।

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফসহ অন্যান্য ক্লাব কর্মকর্তারা উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন এবং টেকসই উন্নয়ন অর্জনে অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দেন। এছাড়া আলোচনায় অংশনেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জি শরিফুল হক, সদস্য রোটারিয়ান আবুল বাসার ও নব গঠিত আর সি সি ইকো ফুলতলার সভাপতি মো তোফফাজল হোসেন, সম্পাদক রমজান আলী। রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) হল-রোটারিয়ানদের একটি দল যারা তাদের উন্নয়নের জন্য একটি রোটারি ক্লাবের সাথে অংশীদারিত্বে কাজ করে। আরসিসি গুলিকে তাদের নিজস্ব সম্পদ ও দক্ষতা ব্যবহার করে সমস্যা সমাধান এবং স্বাবলম্বীতা গড়ে তুলতে সক্ষম করে।

স্থানীয় বাসিন্দাদের সাথে ফলপ্রসূ আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়:
১. কর্পসটির নামকরণ করা হয় ‘আরসিসি ইকো ফুলতলা’।
২. কর্পসের নেতৃত্ব দেয়ার জন্য ২১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়, যেখানে মো: তোফাজ্জল হোসাইন সভাপতি, রমজান আলী সাধারণ সম্পাদক, মো: রিমন কোষাধ্যক্ষ এবং সালাউদ্দিন বাপ্পী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

৩. চারটি সহযোগী রোটারি ক্লাবের উপদেষ্টাদের একটি প্যানেল কর্পসটিকে দিকনির্দেশনা প্রদান করবেন।
সমাপনী বক্তব্যে, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মো: মিজানুর রহমান সকল অতিথি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। ফুলতলা এর সমৃদ্ধির জন্য একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে সভার সমাপ্তি হয়। শেষে আর সি সি ইকো ফুলতলার সদস্যদের নিয়ে ফুল তলা এলাকার রাস্তার সৌন্দোর্য বৃ্দ্ধির জন্য রাস্তার আইল্যান্ডে ও ফুটপাতে সৌন্দর্যবর্ধক গাছ লাগান হয়।