“জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে"-বরিশালে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ পালিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

মো: মেহেদী হাসান: “জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে – Act Now: You, Me, Community” প্রতিপাদ্য-কে সামনে রেখে বরিশালে আজ ২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালির মাধ্যমে জনসাধারণকে জলাতঙ্ক প্রতিরোধে সচেতন করার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

র‌্যালি শেষে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন পরিচালক ও বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ.কে.এম মোস্তফা আনোয়ার (অনুজীব ও জনস্বাস্থ্য বিভাগ, প্রাণিসম্পদ বিজ্ঞান ও পশুচিকিৎসা অনুষদ, পটুয়াখালী) এবং অধ্যাপক ডা. সফিকুল ইসলাম খান (বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি ইউনিট, শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল)। এছাড়াও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পোষ্যপ্রাণী পালনকারীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান জলাতঙ্কের ইতিহাস, কারণ, লক্ষণ, প্রতিরোধ ও টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।”

অতিথিরা তাদের বক্তব্যে জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া এবং সময়মতো ভ্যাকসিন গ্রহণ করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠান শেষে সারাদিনব্যাপী বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সাধারণ মানুষ ও পোষ্যপ্রাণীর মালিকরা অংশগ্রহণ করেন।

বিশেষজ্ঞরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, সময়মতো টিকা গ্রহণ এবং পোষ্যপ্রাণীর নিয়মিত ভ্যাকসিন নিশ্চিত করার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই সমাজের প্রতিটি মানুষকে জলাতঙ্ক প্রতিরোধে এগিয়ে আসতে হবে।