চীন সফরে গেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

ক্যাম্পাস ডেস্ক:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম চীন সফরের লক্ষে ২০ অক্টোবর ২০২৫ (সোমবার) সিলেট ত্যাগ করেছেন।

তিনি ২১ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত চীনের ইউনান প্রদেশে অবস্থান করবেন। তিনি এই সময়ে দ্য বাংলাদেশ সিল্করোড ওয়ার্কশপ এস্টাবলিশমেন্ট প্রজেক্টে অংশগ্রহণ করবেন। ইতিপূর্বে ৯ জুলাই ২০২৫ আলিবাবা ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে “ল্যাঙ্কাং -মেকং কর্মশালা এবং শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মসূচি” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে অনুষ্ঠিত হয়।এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মশালা চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত কর্মশালায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম “আরসিইপি যুগে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও উদ্ভাবনী স্নাতক তৈরির ক্ষেত্রে  আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ” শীর্ষক  প্রবন্ধ  উপস্থাপন করবেন।

সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।