"খেলাধুলা" মননশীলতা, শৃঙ্খলা, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বড় ভূমিকা রাখে-ডা. আমজাদ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। "খেলাধুলা" মননশীলতা, শৃঙ্খলা, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বড় ভূমিকা রাখে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘এসপিএল-৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসিআই এনিমেল হেলথের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মোঃ আমজাদ হোসেন।

“এ ধরনের শিক্ষার্থীউন্নয়নমূলক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করতে পেরে এসিআই এনিমেল হেলথ আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে আস্থা ও সুযোগ দিয়েছে, আমরা তার জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করি।” বলেন ডা. আমজাদ।

শুক্রবার, ৭ নভেম্বর বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল এসিআই এনিমেল হেলথ। বিশ্ববিদ্যালয়ের মোট আটটি দল নিয়ে আগামী কয়েক দিনব্যাপী এই ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রধান অতিথি বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বরাবরই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের নিয়মিত আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে সহায়তা করে। তিনি এসিআই এনিমেল হেলথকে বিভিন্ন আয়োজনে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী ডক্টর, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ দেহ-মন গঠনের পাশাপাশি পড়াশোনায় উদ্দীপনা তৈরি করে এবং ভবিষ্যতে পেশাগত ও সামাজিক দায়িত্ব পালনে সক্ষম করে তোলে।

অনুষ্ঠানের শেষে সবাই শেরেবাংলা প্রিমিয়ার লিগের সফলতা কামনা করেন এবং উপস্থিত দর্শকরা উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।