সিকৃবিতে পূবালী ব্যাংক এর ইলেকট্রনিক বুথ উদ্বোধন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি এর ইলেকট্রনিক বুথ (সেলফ সার্ভিস সেন্টার) চালু করা হয়েছে। ১১ আগস্ট (মঙ্গলবার) ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেন সিকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

পূবালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, পূবালী ব্যাংক তার গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। আজকের এই বুথ উদ্বোধনের মাধ্যমে সিকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার জনগণ আরও সহজে ব্যাংকিংয়ের সকল প্রকার সুযোগ সুবিধা উপভোগ করবে। সেই সাথে এই বুথ স্থাপনের ফলে ব্যাংকিং সেবা আরও সহজতর হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পূবালি ব্যাংক পিএলসি, সিলেটের জিএম চৌধুরী মো. শফিউল হাসানসহ বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার, দপ্তর প্রধান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।