
আবু সাঈদ রবি, সিকৃবি থেকে: সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনুর রশিদ-এর সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদারের দ্বিপাক্ষিক আলোচনা মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময়, সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট রেজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মোঃ ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আবুল বাশার এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. এ এইচ এম তাসলিমা আক্তার উপস্থিত ছিলেন।
আলোচনায় সিলেট অঞ্চলে কৃষি গবেষণা এবং একাডেমিক উন্নয়ন জোরদার করার জন্য সহযোগিতামূলক উদ্যোগের উপর আলোকপাত করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী ২২ নভেম্বর শনিবার বুক কর্নারটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে উদ্বোধন করা হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনুর রশিদ এবং সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম উপস্থিত থাকবেন। বুক কর্নারটি স্থাপনের লক্ষ্য হল শিক্ষার্থী এবং অনুষদ সদস্যদের সার্ক এগ্রিকালচার সেন্টারের মূল্যবান প্রকাশনাগুলিতে সহজে প্রবেশাধিকার প্রদান করা, কৃষি বিজ্ঞানে শিক্ষা, উদ্ভাবন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা।