জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘English Fiesta-2025’

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

ক্যাম্পাস ডেস্ক: জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত “English Fiesta-2025” শীর্ষক সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সকাল ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক শাহিদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইমামুনুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ উজ-জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক মো. মাহাফুজুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক সনেট কুমার সাহা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক আমিমুল এহসান, এনামুল কবির, মো. মহিউদ্দিন, সাজিদ হাসান রুকু, মনিরুল ইসলাম, তানভীর আহমেদ ও আব্দুর রহিম ও ইংরেজি বিভাগের প্রভাষক ইসরাত জাহান।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, “ভাষা শিক্ষার লক্ষ্য শুধু যোগাযোগ নয়, বরং এটি ব্যক্তিত্ব ও নেতৃত্ব বিকাশের একটি হাতিয়ার। শিক্ষার্থীরা যদি ইংরেজি ভাষায় আত্মবিশ্বাসী হয়, তবে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।”

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক শাহিদুর রহমান খান বলেন, “English Fiesta শিক্ষার্থীদের ভাষা চর্চাকে আনন্দময় করে তুলেছে। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের আত্মপ্রকাশ ও দলগত কাজের অনুশীলনের সুযোগ।”

এছাড়াও বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক সনেট কুমার সাহা, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ উজ-জামান এবং Language Wing- এর উপদেষ্টা তানভীর আহমেদ। বক্তারা সম্মিলিতভাবে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, উপস্থাপন ক্ষমতা ও ভাষাগত আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতিতে সহায়ক হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, English Fiesta তাদের ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠানের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা, বাস্তবায়ন ও সঞ্চালনায় ছিল ব্যবসায় প্রশাসন বিভাগের ZHSUST Business Club (ZHSUST)।