বাকৃ‌বি রোভার স্কাউ‌টের বা‌র্ষিক তাঁবুসাস ও দা‌য়িত্ব হস্তান্তর

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুসাস ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই বছর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে রোভার সাগর আল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রোভার আইরিন রহমান প্রমি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স রুমে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এ দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক তাঁবুসাস অনুষ্ঠিত হয়। এ সময় স্কাউটিং সদস্য, প্রশিক্ষণ ও সেবা স্তরে বিশেষ অবদান রাখার জন‌্য ৫ জনকে ‘স্কাউট অব দ্য ইয়ার’ পুরস্কার এবং জুলাই আন্দোলন ও জুলাই-পরবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকার জন্য ৬ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া বাকৃবির দুইজন শিক্ষক, বেস্ট রোভার অব দ্য ইয়ার এবং বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, অবসরপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য মো. রাকিব উদ্দিন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ নতুন দীক্ষাপ্রাপ্ত রোভাররা।

এ ছাড়া বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ছেলেদের তিনটি রোভার ইউনিট ও মেয়েদের দুইটি গার্ল ইন রোভার ইউনিট নিয়ে গঠিত হয়েছে।

রোভার ইউ‌নি‌টের ম‌ধ্যে ক- ইউনিটের সভাপতি সভাপতি হি‌সে‌বে রোভার সাগর আল হাসান ও সাধারণ ​সম্পাদক হি‌সে‌বে রোভার সজীব হোসেন শান্ত, খ- ইউনিটের সভাপতি হি‌সে‌বে রোভার মোহাম্মদ ও ​সম্পাদক হি‌সে‌বে রোভার ফুয়াদ বিন আমিন, গ- ইউনিটের সভাপতি হি‌সে‌বে রোভার ফুয়াদ হাসান ও ​সম্পাদক হি‌সে‌বে রোভার হারুন অর রশিদ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন ।

অন‌্যদি‌কে ​গার্ল ইন-রোভার ইউনিটের ক- ইউনিটের সভাপতি হি‌সে‌বে রোভার আইরিন রহমান প্রমি ও ​সম্পাদক হি‌সে‌বে রোভার উম্মে খাদিজা জাহান চৌধুরী লিয়া, খ- ইউনিটের সভাপতি হি‌সে‌বে রোভার সামিয়া রহমান পুষ্পিতা ও সম্পাদক হি‌সে‌বে রোভার সানজিদা শিমু নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

স্কাউটিং সদস্য, প্রশিক্ষণ ও সেবা স্তরে প্রশিক্ষণ স্তরে ৫ জন স্কাউট অফ দ‌্য ইয়ার পুরস্কার প্রাপ্তরা হ‌লেন, তৃষা মিত্র, শাফিউল ইসলাম, ‌মো সজীব হো‌সেন শান্ত, মো হারুন অর রশীদ এবং মোহাম্মদ।

সম্মাননা প্রাপ্ত বাকৃ‌বির দুইজন শিক্ষক হ‌লেন সার্জা‌রি ও অব‌স্ট্রেটিক্স বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক ডা সান‌জিদা সাফওয়াত ও ডেয়‌রি বিজ্ঞান বিভা‌গের প্রভাষক মো আবু না‌সের।