
মোঃ গোলাম আরিফঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বগুড়া এর আয়োজনে নভেম্বর-২০২৫ মাসের বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০ ঘটিকায় হর্টিকালচার সেন্টার, বনানীস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া এর উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। সভায় প্রতিষ্ঠানভিত্তিক আলোচনায় প্রযুক্তি বিস্তার ও কার্যক্রম বাস্তবায়নে সকল প্রতিষ্ঠানকে উপজেলার সাথে সমন্বয় সাধন; চলমান রবি মৌসুমে বিভিন্ন রাসায়নিক সারের উত্তোলন, বিতরণ ও মজুদ পরিস্থিতি; সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন; প্রনোদনা ও রাজস্ব কর্মসূচির আওতায় খরিপ ও রবি মৌসুমে কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি; মাটি পরীক্ষা, অনলাইন সার সুপারিশ, কৃষি ঋণ বিতরণ ও অনাবাদি পতিত জমির ব্যবহার; চরের সংখ্যা, চরে মোট জমি, আবাদযোগ্য জমি, ফসলের আবাদ ও উৎপাদন; ভেজাল সার, বীজ ও বালাইনাশক বিক্রি বন্ধে নিয়মিত বাজার মনিটরিং, নার্সারি রেজিস্ট্রেশন, বিভিন্ন প্রকল্পরে কার্যক্রম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তররে জমিজমার খাজনা খারিজ হালনাগাদ করা, কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি, চলতি রবি মৌসুমসহ বিভিন্ন ফসলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সী, এসআরডিআই, কৃষি তথ্য সার্ভিস, বিভিন্ন প্রকল্পের প্রতিনিধিসহ ৪০ জন উপস্থিত ছিলেন।