সিকৃবি'তে ইউট্যাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) এর উদ্যোগে সিকৃবি কেন্দ্রীয় মসজিদে বিএনপি'র চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে কোরআন খতম এবং বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন ইউট্যাবের সিকৃবি ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ সামিউল আহসান তালুকদার। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিকৃবি ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মাছুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মাহবুব ইকবাল, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. মোঃ কাওসার হোসেন ও অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা, অধ্যাপক ড. মোঃ নাজমুল হক, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন আহাম্মদ, অধ্যাপক ড. মু. রাশেদ আল মামুন, অধ্যাপক ড. মোঃ শাহাদাত হোসেন , অধ্যাপক ড. মো. ইউসুফ মিয়া প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ।