
বাকৃবি প্রতিনিধি:জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (৩০ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ের এই সাক্ষাৎ হয়। এসময় জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মিস্টার টমিহিদে ইচিগুচি ও তার প্রতিনিধি দল এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মো রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড একে ফজলুল হক ভূঁইয়া বলেন, টেকসই কৃষি উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতে জাইকার ধারাবাহিক সহযোগিতা চান। জাইকা ও বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার চলমান গবেষণা কার্যক্রমের অগ্রগতির ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমন্বিত গবেষণা কার্যক্রম আরও দৃঢ় করার কথা জানান ।