শেকৃবি কীটতত্ত্ব বিভাগের জন্য অগ্রণী ব্যাংকের প্রীতি উপহার

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:পোস্ট গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রমে সহায়তার জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর কীটতত্ত্ব বিভাগকে একটি অত্যাধুনিক অল ইন অন কম্পিউটার প্রীতি উপহার হিসেবে প্রদান করেছে অগ্রণী ব্যাংক পিএলসি.। শনিবার ২৯ নভেম্বর অগ্রণী ব্যাংক পিএলসি., শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই উপহারটি বিভাগের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এই কম্পিউটারটি বিশেষত বিভাগের পোস্ট গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা এবং তথ্য বিশ্লেষণের কাজে ব্যবহৃত হবে, যা গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মোঃ রাশেদুল ইসলাম বিভাগের পক্ষ থেকে এই উপহারটি গ্রহণ করেন। তিনি অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপহার প্রদান অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক পিএলসি. এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মোঃ আবু বক্কর সিদ্দকী, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, অগ্রণী ব্যাংক পিএলসি.। মোঃ তানভীর ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, অগ্রণী ব্যাংক পিএলসি., শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

ব্যাংকের কর্মকর্তারা বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা প্রদান অগ্রণী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার (CSR) একটি অংশ। তারা আশা প্রকাশ করেন যে এই প্রযুক্তিগত সরঞ্জামটি ব্যবহার করে শিক্ষার্থীরা দেশের কৃষি গবেষণায় আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।