সিকৃবি প্রশাসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) প্রশাসনের উদ্যোগে সিকৃবি কেন্দ্রীয় মসজিদে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকাল থেকে কোরআন খতম এবং বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টর, রেজিস্টার, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ।