শেকৃবিতে ‘R’ সফটওয়্যার প্রশিক্ষণের দ্বিতীয় দিন সম্পন্ন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ আইকিউএসি আয়োজিত “Experimental Data Analysis Using ‘R’ Software” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের ৫ম তলার কনফারেন্স রুমে চলমান এ প্রশিক্ষণ তদারকি করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী।

বাদ জুম্মা প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ প্রশিক্ষণার্থীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। পরে তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের খোঁজ-খবর নেন এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাঃ আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ‘R’ সফটওয়্যার ব্যবহার করে পরীক্ষামূলক ডেটা বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি, পরিসংখ্যানভিত্তিক টুলস এবং গ্রাফিকাল উপস্থাপনা সম্পর্কে হাতে-কলমে শিখছেন। আগামীকাল কর্মশালার শেষ দিন অনুষ্ঠিত হবে।