ইউজিসি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের কর্মসম্পর্ক জোরদারকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: উচ্চ শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের পারস্পরিক কর্মসম্পর্ক জোরদার করণ শীর্ষক কর্মশালা আচ ১৫ ডিসেম্বর (সোমবার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এবং হিট প্রকল্পের সহযোগীতায় কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হবিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম সহ ইউজিসি’র সদস্য ও ৫৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ অংশগ্রহণ করেন।