চীনে বিএনপির বিজয় দিবস উদযাপন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: চীনে বৃহত্তর বিএনপির আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মংগলবার (১৬ ডিসেম্বর) চীনের গুয়াংজু শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা ও বৃহত্তর চীন বিএনপি নেতা আসিফ হক রুপু'র সঞ্চালনায় এবং সাখাওয়াত হোসেন কাননের সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চীন বিএনপি নেতা এসএম আল-আমিন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় নয় মাসের যুদ্ধ শেষে বাঙালি জাতি যে স্বাধীনতা উপভোগের সুযোগ পেয়েছে তা বারবার স্বাধীনতা বিরোধীরা নষ্ট করার চেষ্টা করেছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি সাখাওয়াত হোসেন কানন তার বক্তৃতায় বলেন, বিএনপি গনতন্ত্র প্রতিষ্ঠাকারী দল। স্বাধীনতার বিজয়ের লক্ষ্য সমন্বিত রাখতে প্রবাসী বাংলাদেশীদের ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখতে হবে। প্রবাসীদের দেশে অবস্থানরত পরিবারের প্রতিটি ভোট যেন ধানের শীষের পক্ষে আসে সেই বিষয়ে তাগিদ দেন কানন।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চীন বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, হাসমত আলী মৃধা, মুসা নূর ইসলাম প্রমূখ।