শেকৃবিতে বায়োইনফরমেটিক্স বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Enhancement of Quality Education and Research through Bioinformatics and Its Application in Agriculture” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ড. কাজী এম. বদরুদ্দোজা রিসার্চ সেন্টারের এনটোমোলজি কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ. রজ্জব আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ. আব্দুল লতিফ বলেন, বর্তমান বিশ্বে কৃষি গবেষণা ও উচ্চশিক্ষায় বায়োইনফরমেটিক্সের গুরুত্ব দ্রুত বাড়ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ জ্ঞানক্ষেত্র গবেষণার মান উন্নয়ন ও আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা, জৈবিক ডেটাবেস ব্যবহার, BLAST বিশ্লেষণ, প্রাইমার ডিজাইন, ফাইলোজেনেটিক অ্যানালাইসিস, বিশ্ববিদ্যালয় ও জার্নাল র‌্যাংকিং, স্কোপাস ডাটাবেস, ওপেন অ্যাকসেস রিসোর্স, প্লেজিয়ারিজম ও প্রিডেটরি জার্নাল সংক্রান্ত বিষয়ে তাত্ত্বিক আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ পরিচালনা করছেন শেকৃবি’র কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম ও অধ্যাপক ড. মোঃ. জামিলুর রহমান। উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।