আইকিউএসি’র উদ্যোগে সিভাসু’তে শিক্ষকদের জন্য দিনব্যাপী কর্মশালা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

ক্যাম্পাস ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ রবিবার ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর (Key performance indicator)’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে। এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স ল্যাবরেটরিতে অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক অংশগ্রহণ করেন।

সকাল ৯টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার ডা. অদিতি দে মৌ।

দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহা।