"ভালোবাসা, স্মৃতি আর অটুট বন্ধনের ৪০ বছর" শেকৃবি ৪৫তম ব্যাচের হৃদয়ছোঁয়া পুনর্মিলনী ২০২৫

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

রাজধানী প্রতিবেদক: ভালোবাসা, আবেগ ও আজীবন বন্ধুত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৪৫তম ব্যাচের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। ১৯৮৫ থেকে ২০২৫ চার দশকের পথচলায় গড়ে ওঠা বন্ধনের সাক্ষী হয়ে শনিবার, ২৭ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন টিএসসি মিলনায়তনে মিলিত হন ব্যাচের সতীর্থরা। পরিবার-পরিজনসহ ৫৪টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য এই আনন্দঘন দিনে অংশ নিয়ে স্মৃতি, অনুভূতি আর ভালোবাসার বন্ধনকে নতুন করে উদযাপন করেন।

অনুষ্ঠানের সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সার, আহ্বায়ক, এগিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি ৪৫তম ব্যাচ ছাত্র সমিতির সভাপতি কৃষিবিদ মো. আবদুল আউয়াল বুলবুল।

দিনব্যাপী আয়োজনে ছিল স্মৃতিচারণ, আনন্দঘন মুহূর্তের ভাগাভাগি সহ আবেশে ভরা নানা আয়োজন। প্রিয় ক্যাম্পাসের করিডোরে, মিলনায়তনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে অতীত দিনের গল্প বন্ধুত্বের উষ্ণতা আর সময়কে জয় করা সম্পর্কের শক্তি। প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মাগফেরাত কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানে যুক্ত হয় গভীর আবেগ ও শ্রদ্ধা।

প্রবাসে থাকা বন্ধুরাও এই মিলনমেলা থেকে দূরে থাকেননি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে ও ফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে পুনর্মিলনীর আনন্দ, যেন দূরত্ব নয় ভালোবাসাই ছিল সবচেয়ে বড় সেতু।

চার দশকের বন্ধুত্ব একসাথে পাওয়ার এই সৌভাগ্যকে হৃদয়ে ধারণ করে শেকৃবি ৪৫তম ব্যাচ প্রমাণ করল সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধন কখনো পুরোনো হয় না। এই পুনর্মিলনী হয়ে থাকল স্মৃতি, আবেগ আর অটুট ভালোবাসার এক উজ্জ্বল দলিল।