
নাহিদ বিন রফিক (বরিশাল): ক্যাডার পরিবর্তনজনিত কারণে বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত উপপরিচালক মো. মুছা ইবনে সাঈদের বিদায় সংবর্ধনা আজ বরিশালের খামারবাড়ির হলরুমে অনুষ্ঠিত হয়। বিসিএস কৃষি অ্যাসোসিয়েসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই সদরদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপপরিচালক ড. এস এম শাখাওয়াত হোসেন শরীফ ও ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী আঞ্চলিক আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার এসএম বদরুল আলম, বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, বরিশাল হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, ভোলার জেলা প্রশিক্ষণ অফিসার ড. মো. শামীম আহমেদ, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি, বানারীপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. মাহফুজুর রহমান, মুলাদির উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুনীতি কুমার সাহা, বরিশাল সদরের অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ আফরিন, বাকেরগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার মো. তৌফিকুল ইসলাম প্রমুখ। কৃষি বিভাগে অতীত কর্মকান্ডের জন্য বিদায়ী অথিতিকে ভূয়শি প্রসংশা করা হয়।
উল্লেখ্য, তিনি এতদিন ২৯তম কৃষি ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তবে জুলাই বিপ্লবের বদৌলতে ২৭তম পুলিশ ক্যাডার হতে বাদ পড়া সদস্য হিসেবে তিনি পুনরায় সুপারিশপ্রাপ্ত হন।