৩৬ ঘণ্টার মধ্যে চুরি হওয়া সাইকেল উদ্ধার করল বাকৃবির নিরাপত্তা শাখা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংবাদিক সমিতির সামনে থেকে চুরি হওয়া একটি সাইকেল ৩৬ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে বাকৃবির নিরাপত্তা শাখা। এর আগে গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সাংবাদিক সমিতির সামনে থেকে সাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করেন নিরাপত্তা শাখার কর্মকর্তারা। পরে অভিযান চালিয়ে সাইকেলটি উদ্ধার করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টায় উদ্ধারকৃত সাইকেলটি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নজমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নজমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চোর শনাক্ত হওয়ার পরই নিরাপত্তা শাখার সদস্যরা মাঠে নামেন। চুরির সঙ্গে কেওয়াটখালীর বাসিন্দা লিটনের ছেলে আলিফ জড়িত ছিল। নিরাপত্তা শাখার সুপারভাইজার মো. নয়ন ইসলাম চোরের বাবার ওপর চাপ প্রয়োগ করলে পরে শম্ভুগঞ্জের বড়ইকান্দি গ্রাম থেকে সাইকেলটি উদ্ধার করা হয়।

নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, অনেক সময় শিক্ষক ও শিক্ষার্থীদের অসাবধানতার কারণে বিভিন্ন সামগ্রী চুরি হয়। এরপর, চুরির ঘটনায় প্রায়শই নিরাপত্তা শাখাকেই দায়ী করা হয়, যা দুঃখজনক। চুরি প্রতিরোধে প্রত্যেককে নিজের ব্যবহার্য সামগ্রীর বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নিরাপত্তা শাখার কর্মকর্তাদেরও দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।