বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫ হলের অংশগ্রহণে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫-এর উদ্বোধন হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের টুর্নামেন্টে ছাত্রদের ৯টি এবং ছাত্রীদের ৬টি আবাসিক হল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মাওলানা ভাসানী হল ও শহিদ নাজমুল আহসান হল।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রভোস্টবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই শীতের বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সুন্দর আয়োজন করেছে, তা প্রশংসার দাবিদার। আমরা যারা ক্রীড়াপ্রেমী, সবাই প্রত্যেক দলকে সমর্থন ও উৎসাহ দেব। খেলাধুলার এই মনোভাব যেন সারা বছর বজায় থাকে। প্রত্যেক হলে খেলাধুলার জন্য যে বরাদ্দ রয়েছে, তা যেন যথাযথভাবে ক্রীড়া কার্যক্রমে ব্যবহৃত হয়।

এ বিষয়ে তিনি প্রভোস্টদের প্রতি আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ইনডোর ও আউটডোর খেলায় সক্রিয় থাকে এবং মানসিকভাবে সুস্থ থাকে। খেলাধুলায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, এটি একটি প্রীতিমূলক প্রতিযোগিতা। খেলায় শারীরিক সক্ষমতার পাশাপাশি মেধারও প্রয়োজন হয়। শিক্ষার্থীরা যেন আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে সুন্দরভাবে খেলাধুলা করে এবং মাঠে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।