শাজাহানপুরে মেধা ফাউন্ডেশনের বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃমেধা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া চাঁদবাড়িয়া গ্রামে বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার সহায়তা করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন মেধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম।

এসময় উপস্থিত ছিলেন মেধা ফাউন্ডেশনের উপদেষ্টা সরকারি চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মো. আবু রায়হান (বিসিএস -শিক্ষা), মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা, মেধা ফাউন্ডেশনের মো. আলমগীর কবির, ইয়ান্তী এনাম, আবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং মেধা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেধা ফাউন্ডেশনের ২৭৫ জন শিক্ষার্থীর মাঝে ১টিকরে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ দুইজন ব্যক্তির মাঝে দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মেধা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার আজীবনের স্বপ্ন ছিল সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ মহতী উদ্যোগে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি মেধা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেধা ফাউন্ডেশনের উপদেষ্টা সরকারি চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মো. আবু রায়হান (বিসিএস -শিক্ষা), মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা, মেধা ফাউন্ডেশনের মো. আলমগীর কবির, ইয়ান্তী এনাম, আবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং মেধা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।