উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা বিষয়ক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক এই আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সম্মেলনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম অংশগ্রহণ করেন। এছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান হিট প্রকল্পের তিনজন এসপিএম অধ্যাপক ড. মাছুদুর রহমান, অধ্যাপক ড. মো: সামিউল আহসান তালুকদার এবং অধ্যাপক ড. মনিরুল ইসলাম অংশগ্রহণ করেন।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এ ছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উচ্চশিক্ষা কমিশনের কর্মকর্তারা, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষক এবং কূটনীতিকরা সম্মেলনে উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনগুলোর মধ্যে সহযোগিতা ও নেটওয়ার্ক জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সম্মেলনের শেষ দিনে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ এর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।