বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা সমান গুরুত্ব পাবে-সিকৃবি ভিসি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা সমান গুরুত্ব পাবে। আজ ১৪ জানুয়ারি (বুধবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের ওয়াল ও একাডেমিক ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পিএমসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মোঃ মুক্তার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানসহ ডায়েরি ও ক্যালেন্ডার মুদ্রণ ও প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ।

ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আজকের এই শুভক্ষণে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার শুধু তারিখ ও কর্মসূচির সমষ্টি নয়; এটি আমাদের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও অগ্রগতির একটি দিকনির্দেশক দলিল। তিনি আরো বলেন, আমি আশা করি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সকল অংশীজন এই ক্যালেন্ডার অনুসরণ করে একটি ফলপ্রসূ, সুশৃঙ্খল ও সফল শিক্ষাবর্ষ উপহার দেবেন।