
শেকৃবি প্রতিনিধি: শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘Ace the Interview’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা ও ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম। সিটি ব্যাংক পিএলসির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিটি ব্যাংক পিএলসি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালা শেষে সিটি ব্যাংক কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত ৪৭ জন শিক্ষার্থীর জন্য লিখিত ও মৌখিক (ভাইভা) পরীক্ষা গ্রহণ করে। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম গ্রেড সমমানের পদে সিটি ব্যাংকে চাকরির সুযোগ লাভ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও করপোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ মাহমুদ গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম বলেন, “আমাদের আউটরিচ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস এমন পর্যায়ে উন্নীত করা, যাতে তারা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। আমার কাছে আমার শিক্ষার্থীরাই সবচেয়ে বড় সম্পদ।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ সিটি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করায় সিটি ব্যাংক কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার। জ্ঞান অর্জনের পাশাপাশি বর্তমান বাস্তবতায় একটি ভালো চাকরি শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ ধরনের কর্মশালা ও ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, পরিচালক ইনস্টিটিউট অফ সীড টেকনোলজি অধ্যাপক ড. নাজনীন সুলতানা এবং পরিচালক সাউরেস অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান।