বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বরিশাল বিভাগীয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) কল্যাণ সমিতির উদ্যোগে “বার্ষিক বনভোজন ২০২৬” অত্যন্ত আনন্দঘন, সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবর (১৬ জানুয়ারী) গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যান উন্নয়ন কেন্দ্রে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

প্রাতিষ্ঠানিক কর্মব্যস্ততার বাইরে এক মিলনমেলায় পরিণত হওয়া এ বনভোজনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কর্মরত বরিশাল বিভাগের প্রায় এক শতাধিক বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে মুক্ত ও প্রাকৃতিক পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

নির্ধারিত সময় অনুযায়ী অংশগ্রহণকারীদের আগমন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পারস্পরিক কুশল বিনিময় ও সকালের নাশতা শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে হাসি-আনন্দ, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য আবহ সৃষ্টি হয়।

কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী পর্ব। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও দলগত চেতনা আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় দায়িত্ব পালন করেন বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির সহ-সভাপতি কৃষিবিদ সাদিয়া আফরিন জুঁই, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং যুগ্ম সম্পাদক কৃষিবিদ সৈয়দ আফলাতুন কবির হিমেল, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআরআই। তাঁদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি আরও গতিশীল ও উপভোগ্য হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ রফিকুল ইসলাম, লাইব্রেরিয়ান, বিজেআরআই। স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআরআই। তিনি তাঁর বক্তব্যে বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির গঠন, উদ্দেশ্য, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বলেন, এ ধরনের আয়োজন বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও দলগত মনোভাব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভায় বক্তারা বরিশাল বিভাগের সার্বিক উন্নয়ন, বিজেআরআই-এর গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে কল্যাণ সমিতির ভূমিকা এবং ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বরিশাল বিভাগ দেশের কৃষি উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করে এবং এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

সমিতির সভাপতি কৃষিবিদ ড. এস. এম. মনিরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, তাঁর বক্তব্যে বরিশাল বিভাগের সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের মিলনমেলা পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষিবিদ ড. মোঃ আল-মামুন, সাধারণ সম্পাদক, বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতি ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআরআই। তিনি বলেন, একটি গবেষণা প্রতিষ্ঠানে মানবিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা কর্মপরিবেশকে আরও ইতিবাচক ও গতিশীল করে তোলে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর পরিচালক (পিটিসি) কৃষিবিদ ড. মাহমুদ আল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি-এর যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও বিজেআরআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজেআরআই-এর প্রাক্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক আব্দুল মালেক-এর হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মারক উপহার তুলে দেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত ও নিয়মিত করার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য প্রদান করেন বিজেআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল হাসান, উপ-পরিচালক মোঃ নাজমুল হাসান এবং সহকারী পরিচালক মোঃ আতিকুল ইসলাম। অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন কর্মব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি এনে দেয় এবং সহকর্মীদের সঙ্গে মুক্ত পরিবেশে সময় কাটানোর সুযোগ সৃষ্টি করে।

পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্যের অঙ্গীকারের মধ্য দিয়ে বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ২০২৬-এর আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।