
এগ্রিলাইফ২৪ ডটকম:চট্টগ্রাম–১০ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব সাঈদ আল নোমান-এর পৃষ্ঠপোষকতায় এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (এগ্রি), চট্টগ্রাম চ্যাপ্টার-এর আয়োজনে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI), খুলশী, চট্টগ্রাম প্রাঙ্গণে কুকুর ও বিড়ালের জন্য বিনামূল্যে জলাতঙ্কের টিকাদান ও হেলথ চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক ও জনকল্যাণমূলক এই উদ্যোগটির নাম ছিল “গড়ি প্রাণীর যত্নে মানবিক বাংলাদেশ”।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত পোষা প্রাণীর মালিকরা অংশগ্রহণ করেন এবং তাদের পোষা প্রাণীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. রাশেদুল আলম, প্রফেসর ড. একেএম হুমায়ূন কবীর,প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী, প্রফেসর ড. হেলেনা খাতুন, ডা. শাহাদাত হোসেন পারভেজ (ভেটেরিনারি এসোসিয়েশন অব বাংলাদেশ), ডা. জুলকারনাইন শাওনসহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সম্মানিত এলামনাই, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ।
জিয়াউর রহমান ফাউন্ডেশন (এগ্রি), চট্টগ্রাম চ্যাপ্টারের মনিটর প্রফেসর ড. মো. আহসানুল হকের উপস্থিতিতে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিনামূল্যে হেলথ চেকআপ ও চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মুনিরা দিলশাদ, ডা. মো. জাহেদুল হাসান রকি, ডা. তিশিতা সেন অপি এবং ডা. রাকিবুল আলম প্রাচুর্য। চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় পুরো কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়।
আয়োজন বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সিভাসু ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি সাদমান ফাইয়াজ, প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ সিভাসু ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী পোষা প্রাণীর মালিকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে অভিহিত করেন। তাদের মতে, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান সুবিধা সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করেছে। এলাকাবাসী ভবিষ্যতেও এ ধরনের প্রাণিবান্ধব ও জনস্বার্থমূলক কর্মসূচি অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
“গড়ি প্রাণীর যত্নে মানবিক বাংলাদেশ”—এই উদ্যোগ মানবিকতা, জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণের সমন্বয়ে একটি দায়িত্বশীল সমাজ গঠনের বার্তা দেয়।