
বাকৃবি প্রতিনিধিঃতিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমাদ খায়রুল হাসান, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম এবং কৃষি মিউজিয়ামের পরিচালক মো. মনির উদ্দীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সদস্য, সোনালী দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের পরিচালক, প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ত্যাগ, সহনশীলতা ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। একজন সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়ে বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক দৃঢ়তা ও মানবিকতা দেখিয়েছেন, তা বিরল। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, আদর্শবান ও সহনশীল রাজনৈতিক নেতা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান উপাচার্য।
উল্লেখ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।