সিকৃবি'র পিএইচডি এসোসিয়েশনের উদ্যোগে পথশিশুদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

সিকৃবি প্রতিনিধি : আজ শনিবার (২৪ জানুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এসোসিয়েশন কর্তৃক আয়োজিত দুঃস্থ পথশিশুদের মাঝে কম্বল আর খাবার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি মো: মনোয়ারুল হকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালি ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সালামুন নেছা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: সামিউল আহসান তালুকদার, এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ ফাহাদ জুবায়ের এবং সদস্য মোঃ শহীদুল্লাহ কায়ছার প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএইচডি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ রবি। সার্বিক সহযোগিতা করেন " পাঠশালা একুশ " এর শিক্ষকবৃন্দ।