এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের কৃষি এখন আর শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত ও প্রতিযোগিতামূলক খাত হিসেবে বিবেচিত হচ্ছে। এসিআই এগ্রিবিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী আজ এক অনুষ্ঠানে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও কৃষি যান্ত্রিকীকরণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই গবেষণা ও প্রযুক্তির হাত ধরেই কৃষকের ন্যায্যতা ও টেকসই কৃষির স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ সকালে প্যান প্যাসেফিক সোনারগাঁও এ বণিক বার্তার আয়োজনে 'কৃষি, খাদ্যনিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা সম্মেলন ২০২৫' এর প্রথম অধিবেশন 'খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ড. এফ এইচ আনসারী বলেন, জলবায়ু পরিবর্তন, কৃষিজমি হ্রাস ও উৎপাদন খরচ বৃদ্ধির প্রেক্ষাপটে গবেষণাভিত্তিক সমাধান ছাড়া টেকসই খাদ্য ব্যবস্থা গড়া সম্ভব নয়। উন্নত বিশ্ব যেখানে জেনেটিক ইমপ্রুভমেন্ট, জেনোম এডিটিং ও আধুনিক বায়োটেকনোলজির মাধ্যমে কৃষিকে এগিয়ে নিচ্ছে, সেখানে বাংলাদেশে এখনো গবেষণায় জিডিপির ১%-এরও কম বরাদ্দ রয়েছে।
ড. আনসারী কৃষির যান্ত্রিকীকরণকে কৃষকের লাভজনকতার চাবিকাঠি হিসেবে উল্লেখ করে বলেন, আধুনিক যন্ত্র ব্যবহারে উৎপাদনশীলতা যেমন বাড়ে, তেমনি কমে খরচ ও শ্রম নির্ভরতা। তিনি ধান ছাড়াও অন্যান্য ফসলে যান্ত্রিকীকরণ ও তরুণদের কৃষিতে অন্তর্ভুক্তির ওপর জোর দেন।
ফুড প্রসেসিং খাতে গবেষণার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, দেশীয় কাঁচামাল দিয়ে হাই-ভ্যালু প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে তিনি বলেন, “গবেষণা ও যান্ত্রিকীকরণকে একত্রে অগ্রাধিকার দিলে শুধু খাদ্য নিরাপত্তা নয়, কৃষকের আয় বৃদ্ধি ও ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব।”
বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম, টি.কে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা হায়দার, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান সহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।