বিশেষ প্রতিনিধি: ফিশ ফিড খাতে গবেষণা ও প্রযুক্তির ব্যবহার দিন দিন বিস্তৃত হচ্ছে। আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ)-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ফিশ ফিড) সাইফি নাসির জানিয়েছেন, বিশ্বব্যাপী এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিভাবে কম খরচে ও কম সময়ে মাছের উৎপাদন বাড়ানো যায়। এর সমাধানে একদিকে যেমন আধুনিক ফিড কম্পোজিশনের গবেষণা চলছে, অন্যদিকে অ্যাকোয়া নিউট্রিশনের জটিল সমীকরণগুলো সহজ করতে নতুন প্রযুক্তির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি বলেন, বর্তমানে ফিশ ফিডে প্রিবায়োটিকস ও পোষ্টবায়োটিকের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়ছে, যা মাছের হজমক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়ক। পাশাপাশি, ফার্ম ব্যবস্থাপনা সহজ করার জন্য ইউকা জাতীয় উপাদান ফিডে অন্তর্ভুক্ত করার মতো বিষয়েও গবেষণা প্রয়োজন।
বাংলাদেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে অ্যাকোয়া নিউট্রিশন নিয়ে বিস্তৃত ও গভীর গবেষণার আহ্বান জানান তিনি। প্রযুক্তি ও সঠিক ব্যবহারে মাছ চাষে “চেরিশ ফিশ ফিড” সাফল্যের প্রতীক হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন।