বিশ্ববিদ্যালয়ে গবেষণা, সৃজনশীলতা এবং জ্ঞান বিতরণের সুযোগ তৈরি করতে হবে-সিকৃবি ভিসি

Category: গবেষণা ফিচার Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার কেন্দ্র, গবেষণার ক্ষেত্র এবং নৈতিক নেতৃত্ব তৈরির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। নতুন চিন্তার জন্ম নেওয়া, গবেষণায় অবদান কিংবা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টির জন্য এমন একটি পরিবেশ বা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে গবেষণা, সৃজনশীলতা এবং জ্ঞান বিতরণের সুযোগ তৈরি হবে।

আজ সোমবার (০১ সেপ্টেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এনিম্যাল ও ফিশ বায়োটেকেনোলজি বিভাগের ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এই ল্যাবের সর্বোত্তম ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের পারদর্শিতা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি শিক্ষা ও গবেষণায় অবদান রাখবে।

এনিম্যাল ও ফিশ বায়োটেকেনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, বায়োটেকেনোলজি ও জেনেটিক ইঞ্জনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন প্রমুখ