সময়োপযোগী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে-সিকৃবি ভিসি

Category: গবেষণা ফিচার Written by Shafiul Azam

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, সময়োপযোগী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমের সাথে জড়িত গবেষকদের সার্বক্ষণিক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। গবেষক ও গবেষণা কাজের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বিশ্বে প্রকাশ পাবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এখনো ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করতে আরও নিখুঁত ডেটা ও মডেলিং প্রয়োজন।

আজ ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এফভিএবিএস ডিন কনফারেন্স রুমে "এমনেট ইনসাইটস ইন বাংলাদেশ ম্যালেরিয়া মডেলিং” গবেষণা প্রকল্পের ইনসেপশন সেরিমনিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশে ম্যালেরিয়া প্রতিরোধ ও নির্মূলে এক নতুন মাত্রা সংযোজিত হয়েছে এই গবেষণা প্রকল্পের মাধ্যমে।

প্যারাসাইটোলজি বিভাগের এমএস শিক্ষার্থী ডা. জাকিয়া সুলতানা প্রীতির সঞ্চালনায় এবং প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী (পিআই) প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. তিলক চন্দ্র নাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ অনুষদীয় শিক্ষকবৃন্দ ও প্যারাসাইটোলজি বিভাগের এমএস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রকল্পটির গুরুত্ব ও কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের এমএস শিক্ষার্থীরা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ হলো উন্নত পরিসংখ্যানিক ও তথ্যভিত্তিক মডেলিং পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশে ম্যালেরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, ভবিষ্যৎ পূর্বাভাস তৈরি এবং কার্যকর নিয়ন্ত্রণ কৌশল নির্ধারণ। এতে সহায়তা করছে এমনেট, যা এশিয়া অঞ্চলে ম্যালেরিয়া বিষয়ক গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতায় নেতৃত্ব দিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার ম্যালেরিয়া নির্মূলের জাতীয় লক্ষমাত্রা অর্জনের পথে এক ধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা।